রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, বিমানবন্দর এলাকায় মহাসড়কে পুলিশ বক্সের দক্ষিণ পাশে রাস্তায় পড়েছিলেন রাহিমুল। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো একটি গাড়ি তাকে চাপা দিয়েছে। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ভোর পৌনে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার কাছ থেকে পাওয়া মোবাইল ও আইডি কার্ড থেকে পরিচয় জানা যায়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছায়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে রাহিমুল।
এসআই জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাহিমুল বেকার ছিলেন। কেউ জানিয়েছে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন, আবার কেউ বলেছেন- চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।