শেখ রাসেল দাবা প্রতিযোগিতা আয়োজন করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট: October 16, 2021 |

শেখ রাসেল দিবস উদযাপনের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ‘শেখ রাসেল মেমোরিয়াল র‌্যাপিড চেজ টুর্নামেন্ট’ উদ্বোধন করেছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চেজ ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রনালয়ের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এই খেলার সঙ্গে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তরুণ অফিসারদের পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে অসাধারণ মিল উল্লেখ করে দাবার ব্যাপারে আগ্রহী হতে তাদের উৎসাহিত করেন।

পররাষ্ট সচিব কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের কথা তুলে ধরেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্ত্রনালয়ের ভবিষ্যৎ এমন উদ্যোগকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর