রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

আপডেট: October 18, 2021 |

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৬টি নমুনা পরীক্ষায় পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন দুজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর