লালমনিরহাটে হাজারো পরিবার পানিবন্দি

সময়: 10:49 am - October 21, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখন হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

তাদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ বিতরণ কর্মসুচী অব্যাহত থাকলে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। বন্যার পানির চাপে সড়ক গুলো ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

সড়ে জমিন ঘুরে দেখা যায়, তিস্তা নদী পানি বৃদ্ধির কারণে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী এলাকা গুলোর কাচা-পাকা অধিকাংশ সড়ক ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

জেলায় এ বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছিলো বলে ধারনা করা হচ্ছে। হাজার হাজার ফসলি ক্ষেত পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তিনি তিস্তা পাড়ে আছে। পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ চলছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা চেয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর