‘রেড জোন’ তুলে নিতে বেলজিয়ামকে আহ্বান

আপডেট: October 28, 2021 |

বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হওয়ায় ‘রেড জোন’ থেকে বাদ দেওয়ার জন্য বেলজিয়ামের প্রতি অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ অনুরোধ করা হয়।

আজ বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি থিওডোরা জেনজিসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেলজিয়ামর ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ সভার অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকে উভয়পক্ষ কোভিড-১৯ পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশে নতুন অর্থনৈতিক সুযোগ এবং শিক্ষা, চিকিৎসা গবেষণা ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ করে আইসিটি, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হন।

বৈঠকে উভয় পক্ষ ২০২২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনের বিষয়েও আলোচনা করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি বলেন, রোহিঙ্গা সংকট কোনো জাতীয় ইস্যু নয়, এটি একটি আঞ্চলিক সমস্যা। বেলজিয়াম রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চতুর্থ বাংলাদেশ-ইউরোপিয়ান ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় যোগ দিতে বেলজিয়ামে রয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর