মার্কিন-ন্যাটো বাহিনীকে না বলুন : আফগানদের রাশিয়া

আপডেট: October 28, 2021 |

গত আগস্টে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী চূড়ান্তভাবে বিদায় নিয়েছে। কিন্তু কোনো এক অজুহাত দেখিয়ে এ অঞ্চলে ঘাঁটি গড়ার চেষ্টা করতে পারে বলে মনে করছে রাশিয়া। যার কারণে মার্কিন ও ন্যাটো বাহিনীকে ‘ঠাঁই’ না দিতে আফগানিস্তানের প্রতিবেশীদের প্রতি আহ্বান জানিয়েছে পুতিনের দেশ। খবর রয়টার্স

বুধবার ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা তেহরানে মিলিত হন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর এখন তারা কোনো অজুহাত দেখিয়ে এ অঞ্চলের কোনো দেশে ঘাঁটি গড়ার চেষ্টা করতে পারে। তারা এমন আবদার করলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো যেন তা নাকচ করে দেয়। তারা যেন মার্কিন ও ন্যাটো বাহিনীকে কোনোভাবে ঠাঁই না দেয়।

সের্গেই লাভরভ বলেন, ‘মার্কিন ও ন্যাটো বাহিনীর সামরিক উপস্থিতিকে অনুমোদন না দেওয়ার জন্য আমরা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানাই।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর