ভারতের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর

আপডেট: May 18, 2024 |
inbound4444874498024207776
print news

বিশ্বকাপ শেষে নতুন কোচ নিয়োগ দেবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইতোমধ্যেই কোচ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই।

এর মধ্যেই শোনা যাচ্ছে, ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে কোচ হিসেবে চায় বিসিসিআই।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনকে বলা হয়েছে বিসিসিআইয়ের পছন্দের শীর্ষে আছেন গম্ভীর।

যিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই।

ভারতের কোচের জন্য আবেদন করতে হবে ২৭ মে এর মধ্যে, অন্যদিকে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে।

কলকাতা ফাইনালে উঠলেও একদিন সময় পাচ্ছেন গম্ভীর। ধারণা করা হচ্ছে, আইপিএল শেষে গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই।

৪২ বছর বয়সী গম্ভীর আইপিএলে মেন্টরের দায়িত্ব পালন করছেন ২০২২ সাল থেকে। এখনও কোনো দলের কোচ হিসেবে দেখা যায়নি তাকে।

আন্তর্জাতিক ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। তবুও সাড়ে তিন বছরের চুক্তিতে গম্ভীরকে নিয়ে চায় বিসিসিআই।

গম্ভীর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলে কলকাতাকে দুবার শিরোপা এনে দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে আইপিএলে মেন্টরের দায়িত্বে নিজেকে প্রমাণ করেছেন গম্ভীর।

Share Now

এই বিভাগের আরও খবর