জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর নব গঠিত কমিটির অভিষেক 

আপডেট: September 26, 2025 |
inbound2935314609793737787
print news

জয়পুরহাট প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন  সিভিল সার্জন ডা: মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট বিআরটিএ’র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার, নিসচা’র সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, নিসচা’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব হাফিজ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি  হাসিবুল আলম লিটন, এনসিপির জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক।

অনুষ্ঠানের শুরুতেই নিসচা’র সকল সদস্য শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হন।

Share Now

এই বিভাগের আরও খবর