এবার ইরানে ওমিক্রন শনাক্ত

সময়: 11:11 am - December 20, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ইরানে প্রথমবারের মতো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল রবিবার এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রায় ৬০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। সংখ্যার হিসেবে এটি প্রায় ৮ কোটি ৫০ লাখ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ওমিক্রন শনাক্তের পর ইরানি কর্মকর্তারা নাগরিকদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায়। এখনও পর্যন্ত এটি বিশ্বের প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর