মেট্রোর লাইনে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও বেঁচে গেলেন মহিলা! (ভিডিও)

বিস্ময়কর পরিত্রাণ! কপাল ভাল থাকলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেও বেঁচে ফিরতে পারে মানুষ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এই ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ। ব্রাসেলসের এক মেট্রো স্টেশনে অন্য অনেকের সঙ্গেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা। কী ঘটতে চলেছে, দূরতম কল্পনাতেও তিনি ভাবতে পারেননি। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে এমন সময় হঠাৎ কালো টি-শার্ট পরা এক ব্যক্তি মহিলাকে ধাক্কা মারেন। আচমকা ধাক্কায় রেলের ট্র্যাকে ছিটকে পড়েন তিনি। নির্ঘাত মৃত্যু ছিল, যদি না মেট্রোর ড্রাইভার মোক্ষম সময়ে এমার্জেন্সি ব্রেক কষে দেন। ওই মহিলার থেকে মাত্র ইঞ্চিকয়েক দূরে ট্রেন থেমে যায়।

 

ঘটনার আকস্মিকতায় উপস্থিত লোকজন অপ্রস্তুত হয়ে পড়লেও রেললাইনে নেমে মহিলাকে উদ্ধার করেন। প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে তিনি সামান্য চোট পেলেও মানসিক আঘাতটাই অনেক বেশি। এমার্জেন্সি ব্রেক কষতে গিয়ে চোট পেয়েছেন মেট্রোর চালকও। তিনি কিছুটা শক পেয়েছেন। দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ধাক্কা মারা ওই কালো টি-শার্ট পরা ব্যক্তি বেগতিক বুঝে পালায়। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছে সে। গ্রেপ্তার করে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে তার নামে। তাঁর মানসিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিযুক্ত হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি