আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ করল তালেবান

আপডেট: April 4, 2022 |

বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান।

রোববার দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান মাদক চাষাবাদ নিষিদ্ধ করেছে বলে লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ অনুসারে আফগানিস্তানে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার ফসল অবিলম্বে ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরীয়া আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে ২০০০ সালে তালেবানের আগের মেয়াদের শাসনের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ সেই সময়ও শাসনের স্বীকৃতি চেয়েছিল তালেবান। পরে ব্যাপক সমালোচনার মুখে নিজেদের অবস্থান পরিবর্তন করে তালেবান।

২০১৭ সালের দিকে আফগানিস্তানে ১৮০ কোটি মার্কিন ডলার মূল্যের আফিম উৎপাদন হতো বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে জানানো হয়। গত কয়েক মাসে দেশটিতে আফিমের উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে বলে দেশটির কৃষক এবং তালেবানের সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর