রুশ বাহিনী ১১ মেয়রকে অপহরণ করেছে : ইউক্রেন

আপডেট: April 4, 2022 |
print news

রুশ সেনারা ইউক্রেনের ১১ জন স্থানীয় নেতাকে অপহরণ করেছে বলে রোববার দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক দাবি করেছেন।

রোববার ইরিনা ভেরেশচুক টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় দাবি করেন, সাধারণ মানুষের মতো শহরের মেয়ররাও নিখোঁজ হয়ে যাচ্ছেন। আমি রেডক্রস কমিটিকে বিষয়টি জানিয়েছি।

এসময় অপহৃত মেয়রদের ফিরিয়ে আনারও ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া কিয়েভের পশ্চিমাঞ্চলের মতিজিন গ্রামের প্রধান ওলগা সুখেনকো এবং তার স্বামীকে রুশ সেনা ‘হত্যা’ করেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ২৬ মার্চ ইউক্রেনের প্রসিকিউটররা তাদের অপহরণের বিষয়টি ঘোষণা করে।

ইউরোপীয় ইউনিয়নও রুশ অধিকৃত ভূখণ্ডে বেশ কয়েকজন মেয়রের অপহরণের নিন্দা জানিয়েছে। যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতোপোলের মেয়রও রয়েছেন। মেলিতোপোলের মেয়রকে বেশ কয়েকজন রুশ সেনার বিনিময়ে মুক্ত করা হয়েছিল।

এদিকে, চেরনিগিভ, খারকিভ এবং কিয়েভের অধিকৃত এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর রুশ সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছে বলে রোববার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। এর মধ্যে রয়েছে একটি গণধর্ষণ ও হত্যার মতো ঘটনাও।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর