১৫ মে থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট মহারণ শুরু হচ্ছে

সময়: 10:48 pm - May 8, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

সপ্তাহখানেক বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে লাল বলের মহারণ। জয়-পরাজয়ের হিসেব না কষে বাংলাদেশ দলের প্রত্যয় ভালো ক্রিকেট খেলা।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। রোববার (০৮ মে) রাতে চট্টগ্রাম পৌঁছায় বাংলাদেশ। বন্দরনগরীর বিমান ধরার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান ভালো ক্রিকেট খেলার কথা।

 

‘আমি জেতা হারায় যেতে চাই না। আমি চাই আমরা যেন ভালো ক্রিকেট খেলি। আমাদের যে পরিকল্পনা সেটা যেন ধরে রাখতে পারি। আমাদের শুরুটা ভালো করতে হবে। অনুশীলনটা ভালো করতে হবে। আমার মনে হয় দক্ষতায় আমাদের কোনো সমস্যা নেই।’

টেস্ট শুরুর আগে চট্টগ্রামে ৬ দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। নিজেদের চেনা কন্ডিশন হলেও খাপ খাইয়ে নিতে চট্টগ্রামেই অনুশীলন ক্যাম্প করছে স্বাগতিক দল। সুজনের চাওয়া কঠোর অনুশীলনের মাধ্যমে ক্রিকেটাররা যাতে নিজদের প্রস্তুত করে।

‘আমাদের শুরুটা ভালো করতে হবে। অনুশীলনটা ভালো করতে হবে। আমার মনে হয় দক্ষতায় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মানসিকতাটা গুরুত্বপূর্ণ। আমাদের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমার বিশ্বাস এসব আমরা ভালো করতে পারব।’

 

‘আমাদের মানসিকতাটা গুরুত্বপূর্ণ। আমাদের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমার বিশ্বাস এসব আমরা ভালো করতে পারব’-আরও যোগ করেন সুজন।

এদিকে শ্রীলঙ্কা দলও ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। তবে তাদের প্রস্তুতি শুরু হবে ঢাকাতেই। আগামীকাল সোমবার সকাল থেকে মিরপুরে অনুশীলন করবে দলটি। পরের দুদিন বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রাম যাবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর