বছরে বায়ু দূষণে মারা যাচ্ছে ৯০ লাখ মানুষ

আপডেট: May 18, 2022 |

বায়ু দূষণ ও বিষাক্ত সিসার প্রভাবে প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে সারা বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষের প্রাণহানি হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য জানায় একদল বিজ্ঞানী। রয়টার্স-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞানীরা বলেন— শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়াসহ নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে বায়ু দূষণ-সংক্রান্ত কারণে মৃত্যু বেড়েছে ৭ শতাংশ।

দূষণ বিষয়ে কাজ করা ‘পিওর আর্থ’ নামের অলাভজনক সংগঠনের প্রধান এবং গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলেন, আমরা একটি গরম পাত্রের মধ্যে বসে আছি এবং ধীরে ধীরে পুড়ছি। কিন্তু, জলবায়ু পরিবর্তন, ম্যালেরিয়া ও এইচআইভির মতো ভয়াবহ বিষয়ে (পরিবেশ দূষণে) খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।

গবেষণাটি বলছে— পরিবেশ দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া ১০টি দেশের বেশির ভাগই আফ্রিকা মহাদেশের। দূষণে সর্বাধিক মৃত্যু হওয়া দেশগুলো হলো—চাদ, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, নাইজার, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া, লেসোথো, বুলগেরিয়া ও বুরকিনা ফাসো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর