প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুর ৭০ শতাংশই অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: May 19, 2022 |

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মধ্যে ৭০ শতাংশই মারা যায় বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অসংক্রামক রোগে প্রতিদিন ১ হাজার ৯০০ মানুষ মারা যান। ভালো চিকিৎসা সেবা দিতে গেলে গবেষণা দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে, তবে অসংক্রামক রোগ বেড়ে গেছে।’

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দূষণও মৃত্যুর বড় কারণ। এ কারণেই নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যভ্যাস এর জন্য দায়ী। মোবাইলের স্ক্রিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে, এটি ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি আত্মহত্যাও এসব কারণে বাড়ছে। মানসিক স্বাস্থ্য পলিসি কেবিনেটে পাস হয়েছে। যেদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, সে দেশের কাঠামো সুন্দর হয় না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৩৮টি মেডিক্যাল কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে— সেইসঙ্গে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্যসেবায় সংক্রামণ ব্যাধি মোকাবিলায় প্রস্তুতি ছিল। আমরা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করছি।

এসব রোগ এখন নিয়ন্ত্রণে। ভালো স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ, স্বাস্থ্যকর্মী। আরও ভালো সেবা দিতে প্রয়োজন গবেষণা। গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা করতে সহজ হয়।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (অসংক্রামক রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর