গাজীপুরে এটুআই প্রকল্পের ‘স্মার্ট অফিস রুপ রেখায় কর্মশালা’ অনুষ্ঠিত

আপডেট: August 6, 2022 |

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এটু আই প্রোগ্রাম প্রকল্পে স্মার্ট অফিস রুপ রেখায় প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল গত ৪ আগষ্ট বৃহষ্পতিবার।

এতে ২০৪১ সালের কর্ম পরিকল্পনায় বাংলাদেশকে স্মাট অফিস গঠনের রুপ রেখাকে ডিজিটালে রুপান্তর করা সরকারের লক্ষ্য।পাইলট প্রকল্প হিসাবে স্মার্ট অফিস রুপ রেখায় কর্মশালার মাধ্যমে প্রথম পাইলট প্রকল্প কার্যক্রম শুরু করে গাজীপুরে এটু আই প্রোগ্রাম প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয়।

এতে উদ্ভাবন,নীতি সংস্কার এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে স্বীয়মতে সেবা, আর্থিক অর্ন্তভুক্তি এবং আগামীর জন্য তৈরী তরুনদের উদ্ভদ করবে। এটু আই প্রকল্পের আয়োজনে দিন ব্যাপি স্মাট অফিস গঠনের রুপ রেখা প্রনয়ন বিষয়ক কর্মশালায় গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।

প্রধান অতিথি এটু আই প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড.মুহাম্মদ হুমায়ন কবীর বক্তব্য রাখেন। তিনি বলেন ডিজিটাল প্রযুক্তি ছাড়া সমাজ তথা দেশ উন্নয়ন হবে না।

এজন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এটু আই প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি বিসি এস ক্যাডার ভুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে শিখতে উদ্ভদ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সকল সরকারী দপ্তরে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার পরিকল্পনা এটু আই প্রকল্প এর বাস্তবায়নে ইতি মধ্যে সভা সেমিনার সহ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ চলছে। করোনা কালিন সময়ে এটু আই প্রকল্প কিছুটা স্থবির থাকলে ও গাজীপুরে পাইলট প্রকল্পে আবার শুরু। জাতীয় কার্যক্রম সহ এটু আই প্রোগ্রাম প্রকল্প প্রধান মন্ত্রী কার্যালয় কর্তৃক সারা বাংলাদেশে ৩৩৩ টি ডিজিটাল সেন্টার রয়েছে যার মাধ্যমে ডিজিটালে নাগরিক সেবা,জাতীয় হেল্পলাইনে,বাল্য বিবাহ পতিরোধে,কেভিট-১৯ টেলিহেলথে,মুক্তপাঠ ই-লানিং শিক্ষার্থীদের নিবন্ধন, নথি ইফাইলিং সিস্টেম, কেভিট কালিন নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী সরবরাহ,সোসাল মিডিয়ার মাধ্যমে জাতীয় তথৎ বাতায়ন,ই-নামজারি সিস্টেম, এজেন্ট ব্যাংকিং,একপে পেমেন্ট প্লাটফর্ম,একশপে প্রান্তিক জনগণকে, শিক্ষক বাতায়ন,কিশোর বাতায়ন,এটু আই ইনোভেশন ফান্টে আর্থিক সহযোগিতা সহ বাংলাদেশে এসডিজি অর্জনে সহায়ক হয়।

জেলা প্রশাসক তার সভাপতিত্বর বক্তব্যে বলেন গাজীপুরে ডিজিটাল পস্রা কার্যক্রম ইতি মধ্যে আমরা শুরু করেছি জেলা প্রর্যায়ে অন্যান্য সরকারী দপ্তরগুলোতে পর্যায়ক্রমে ডিজিটাল পক্রিয়ার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার জন্য ইতি মধ্যে সরকারী বিভিন্ন দপ্তরে ডিজিটাল কার্যক্রম গ্রহণ করাার জন্য অবহিত করা হয়েছে। কর্মশালায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক, অতিক্তি জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী ভুমি কর্মকর্তা, নেজারত ডেপুটি কমিশনান সহ বিসিএস ক্যাডার ভুক্ত ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

অন্যান্যর মধ্যে এটু আই কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, নিলুফা ইয়েসমিন তানবীর রহমান,সাজেদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর