নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল কাতার

আপডেট: March 8, 2023 |

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আবদেলআজিজ আল থানি পদত্যাগ করেন।

শেখ মোহাম্মদ ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি কাতারের একটি পরিচিত মুখ।

সাড়ে তিন বছর সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশরের অবরোধকালে তিনি দেশকে পথ দেখান।

২০২০ সালের জানুয়ারিতে আমিরি দিওয়ানের প্রধান হলে শেখ খালিদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আমিরের কার্যালয় শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে।

২০২১ সালে কাতারে দুই তৃতীয়াংশ অ্যাডভাইজরি শুরা কাউন্সিলের জন্য সর্বপ্রথম আইন পরিষদের নির্বাচন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর