নাটোরে বিশ্ব নারী দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে নাটোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যথাযথ মর্যাদায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্্যালী বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । র্্যলী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোছাম্মৎ রত্না আহম্মেদ এমপি, এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান পুলিশ সুপার নাটোর, মোঃ শরিফুল ইসলাম রমজান উপজেলা চেয়ারম্যান নাটোর সদর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাজেদুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ নাটোর, উমা চৌধুরী জলি মেয়র নাটোর পৌরসভা, এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।