গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট: March 17, 2023 |
Boishakhinews24.net 306
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নের রঙিন, নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত।

দিবস টি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে কেক কাটা ও আলোচনা সাভার আয়োজন করা হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান শাকিল প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক খ গ ক্যাটাগরিতে শিশুদের জন্য ড্রয়িং, আবৃতি, উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন

Share Now

এই বিভাগের আরও খবর