র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : ময়নাতদন্ত প্রতিবেদন চান হাইকোর্ট

আপডেট: March 28, 2023 |
print news

নওগাঁয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব হেফাজতে মৃত্যুবরণকারী নারীর ময়নাতদন্ত প্রতিবেদন দেখতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষকে মঙ্গলবার (২৮ মার্চ) সকালের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

12 43

র‌্যাবের হেফাজতে মৃত্যু সুলতানা জেসমিন। সংগৃহীত ছবি

জানা গেছে, প্রতারণার অভিযোগ গত ২২ মার্চ নওগাঁ শহর থেকে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীকে আটক করে র‌্যাব। একদিন পর (২৪ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, এক সন্তানের জননী জেসমিনের ১৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তার বিরুদ্ধে কখনও কোনো দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ নেই।

এদিকে, র‍্যাবের হেফাজতে নির্যাতনের কারণে তার মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জেসমিনের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ হোসেন সৈকতের।

অপরদিকে, র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, “আর্থিক প্রতারণার অভিযোগ জেসমিনকে আটক করে র‍্যাব।

অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেওয়া হয়। কিন্তু আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর