বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

আপডেট: May 3, 2023 |
Boishakhinews24.net 12
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ মো: আসাদুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ফিল্ড অপারেশন কর্মকর্তা রাজু রোজারিও, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সহ সভাপতি ইসরাত জাহান, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক নকিব সিরাজুল হক, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, ইয়ামিন আলী, আজাদুল হক প্রমূখ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না,এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টাই পারে বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে।

বাল্য বিয়ে কারও একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য চাই জন সচেতনতা। আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে।

বাল্য বিয়ে শুধু ব্যক্তির ক্ষতি করেনা, সমাজের ও রাস্ট্রের ক্ষতি সাধন করে থাকে । তাই যার যার অবস্থান থেকে বাল্য বিয়ে বন্ধ করার জন্য কাজ করতে হবে। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর