মাদারীপুরে নিজঘরে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

আপডেট: May 4, 2023 |
Boishakhinews24.net 32
print news

গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে নিজ ঘরের বাথরুম থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে যাকে পরিবার হত্যা কান্ড বলে দাবি করেছে। মাদারীপুর সদরের ঝিকরহাটিতে নিজঘর থেকে মহিউদ্দিন খান (৪২) নামে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ঘরের মধ্যে রেখে গেছে দুর্বৃত্তরা।

আজ (৪ মে) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে মহিউদ্দিন খান (৪২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছোট ছেলে মহিউদ্দিন খান একাই বাড়িতে ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের কাজের বুয়া রানী আক্তার ঘরের ভেতর গিয়ে মহিউদ্দিনের মরদেহ বাথরুমের ভেতর পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশীর এগিয়ে এসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে মৃতদেহের সুরতহাল করে সিআইডিকে খরব দিলে বিকালের দিকে প্রয়োজনীয় আলামত রেখে মৃতদেহ মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ সময় মহিউদ্দিনের বুকেঁর উপর ক্ষতের চিহ্ন দেখা যায়।

মহিউদ্দিন খানের বড় বোন তাসলিমা ইসলাম বলেন, আমার মা বাড়িতে ছিল না। একমাত্র মহিউদ্দিনই বাড়িতে ছিল। তাই ফাঁকা ঘর পেয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে রেখে গেছে দুর্বৃত্তরা। না হলে কেন তার বুকে ও হাতে আঘাতে চিহ্ন পাওয়া গেল। এখন সিআইডি আসছে, তারা তদন্ত করে দেখুক কে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করি।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘরের মধ্যে কেউ না থাকায় কিভাবে মৃত্যু হয়েছে, সে বিষয় এখনো কিছু বলা যাবে না। যে কারণে সিআইডি এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

Share Now

এই বিভাগের আরও খবর