পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

আপডেট: May 13, 2023 |
inbound3724703360422781900
print news

৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক ছুঁয়েছে পদ্মা সেতু।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে ২০২৩ সালের ১২ মে পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে এই টোল আদায় হলো।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে মাওয়া এবং জাজিরা প্রান্তে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয় যা থেকে আমরা ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা আদায় করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর