আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ ছিল

আপডেট: May 20, 2023 |
Boishakhinews24.net 135
print news

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য আজ শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি বন্ধ রাখা হয়েছিল।

এর আগে, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সড়ক বন্ধ রাখার এ তথ্য জানানো হয়েছিল।

চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে।

তাই এদিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ থাকবে। গত শনিবার ডেকবিমটি বসানোর কথা ছিল।

কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

Share Now

এই বিভাগের আরও খবর