প্রধানমন্ত্রীকে হুমকি : মামলা হয়েছে গ্রেপ্তার হয়নি, হাইকোর্টকে পুলিশ সুপার

আপডেট: May 22, 2023 |

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় মামলা হয়েছে। তবে আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে হাইকোর্টকে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। সোমবার (২২ মে) এ তথ্য জানান তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন। এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট।

এর আগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ করে তাকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফা নাই। এক দফা; শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার, আমরা তা করব ইনশাল্লাহ।’

Share Now

এই বিভাগের আরও খবর