প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার বিরুদ্ধে ফরিদপুর আদালতে মামলা

আপডেট: May 23, 2023 |

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আজ (২৩মে) বেলা ১২টার দিকে মামলা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশংকা রয়েছে এবং বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে।

মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জাহিদ হোসেন বলেন বিনপি নেতার ওই বক্তব্যের কারনে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীরা বর্তমানে আতংকের মধ্যে রয়েছে।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক তরুন বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন।

মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামীলীগ সভাপতি শামীম হকের সাথে সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর