৩ সপ্তাহে আকরিক লোহার দাম সর্বনিম্ন

আপডেট: May 27, 2023 |

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরও কমেছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। সাধারণত, গ্রীষ্মে দেশটির নির্মাণ খাত স্থির থাকে। ফলে কঠিন ধাতুটির মূল উপকরণ আকরিক লোহার চাহিদা নিম্নমুখীই থাকবে। এতে যা আরও দর হারিয়েছে।

সবশেষ কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের লৌহ আকরিকের সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ৮ শতাংশ।

টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৮৪ ইউয়ান বা ৯৮ ডলার ৯৬ সেন্টে।

কর্মদিবসের শুরুতে যা ছিল ৬৭৬ দশমিক ৫০ ইউয়ান। গত ৫ মে’র পর যা সবচেয়ে কম।

তবে দিনের শেষে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ৯৬ ডলার ০৫ সেন্টে।

একই কার্যদিবসের শুরুতে যা ছিল ৯৪ ডলার ৮০ সেন্ট। বিগত ৩ সপ্তাহের মধ্যে তা সর্বনিম্ন। চলতি বছর সবমিলিয়ে বেঞ্চমার্কটির দাম কমেছে ১৫ শতাংশ।

মূলত বসন্তকালে চীনে সম্পত্তি খাতে ভরা মৌসুম চলে। তবে তা সত্ত্বেও এবার আকরিক লোহার চাহিদা কম ছিল। গ্রীষ্মকালে সেটা বাড়বে বলে মনে হচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর