বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার চেলোপাড়ায় সজল চন্দ্র দাস নামে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ মে) দিবাগত রাত ৮টার দিকে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় সজল চন্দ্র দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুবৃত্ত। এতে সজল আহত হয়।
আহত সজল ওই এলাকার খগেন চন্দ্র দাসের ছেলে। তার শহরের চেলোপাড়ায় রেফ্রিজারেটর সার্ভিসিং এর দোকান রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির
ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান৷
পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার সকালে এক যুবক চেলোপাড়ায় আরিফ ভ্যারাইটির স্টোর থেকে একটি এনার্জি বাল্ব কিনেন।
এসময় ওই যুবক ৫০০ টাকা দিলে বাল্বের দাম ১৫০ টাকা রেখে অবশিষ্ট ৩৫০ টাকা ফেরত দেন আরিফ। পরে বিকালে ওই যুবক আরিফের দোকানে এসে জানায়, তাকে ২৫০ টাকা ফেরত দিয়েছে।
এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবকে আরিফকে মারধর করে। এ ঘটনায় চেলোপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিচার করে মীমাংসা করে দেন।
বিচারের সময় সজলও মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন। মীমাংসার পরেই সজলকে এক দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুবৃত্তকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করছে।