জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আপডেট: June 2, 2023 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান সহ অন্যরা।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোসহ দুগ্ধ শিল্প নিয়ে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Share Now

এই বিভাগের আরও খবর