ফরিদপুরে কমিউনিষ্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: June 2, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: চাউল- তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান,দুর্নীতি -লুটপাট- অর্থপাচার বন্ধ ও অভাবী মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মান্নান ফকির এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল ৫:৪০ মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আজাদ আবুল কালাম,জেলা কমিটির সদস্য আশরাফ বাবু প্রমূখ।

এ সময় বক্তারা চাউল- তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান।

তারা বলেন বর্তমান সরকার সাধারণ মানুষকে ১০ টাকা মূল্যে চাউল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে,কিন্তু আমরা কখনোই তাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন দেশে দেখতে পাই নি।

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে সাধারণ মানুষের জীবণ ধারণ অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবি জানান।

তারা বলেন দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।আমরা দেখেছি অতীতে বিএনপি সরকার যে প্রহসন মূলক নির্বাচন দিয়েছিল তারই একধাপ অগ্রসর হয়ে বর্তমান আওয়ামী সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।

তারা দুর্নীতিবাজ,অর্থপাচার কারী ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর