ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চল

আপডেট: June 14, 2023 |
inbound7623418985449599688
print news

ভারতের উত্তরাঞ্চলে ফের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা। খবর এনডিটিভির।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে টুইট করে জানিয়েছে, মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত ২টা ২০ মিনিটে জম্মু-কাশ্মিমের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল।

দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত ১১ জুন অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ছাড়া ৯ জুন লাদাখে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর