মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪

আপডেট: June 15, 2023 |
inbound5541817647702016432
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৪ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ছাড়াও ২২ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ১০৪ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইনসহ ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও এক বোতল দেশীয় তৈরি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩২টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর