ফরিদপুরে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, ১৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন রোববার (২৫ জুন) সকালে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে নারকোটিকস এর একটি আভিযানিক দল জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল মাতুব্বরের বাড়িতে অভিযান তল্লাশি পরিচালনা করে। এ সময় বাড়িতে গোপন স্থানে রাখা তিন তাক বিশিষ্ট স্টিলের ওয়ারড্রবের উপরের ড্রয়ারের মধ্যে একটি সিনথেটিকের শপিং ব্যাগের ভিতর হতে ১৭৩০০(সতেরো হাজার তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা।
এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে, আব্দুল মাতুব্বর (৫২), তার স্ত্রী হেনা বেগম(৪১) কে গ্রেফতার করা হয়। তবে, এ দম্পতিকে আটক করা গেলেও তাদের ছেলে এই মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সজীব মাতুব্বর (২৭) উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।
তিনি আরো বলেন, সজীব মাতুব্বর কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।এরপর নিজ বাড়িতে রেখে বাবা মার সহযোগিতায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।