উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই অঘটন, ছিটকে গেলেন ক্যাসপার রুড

আপডেট: July 7, 2023 |
inbound4334784033684422036
print news

উইম্বলডনের চতুর্থ দিনে অঘটনের শিকার হলেন নরওয়ের ক্যাসপার রুড। অথচ এবারের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। ছিটকে গেলেন দ্বিতীয় রাউন্ড থেকেই। তবে বাকি পরিচিত সকল খেলোয়াড় তৃতীয় রাউন্ডে উঠেছেন।

বৃহস্পতিবার পাঁচ সেটের লড়াইয়ে ব্রিটেনের লিয়াম ব্রডির কাছে রুড হারলেন। ব্রডি জিতেছেন ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-০ গেমে। টানা দ্বিতীয় বার তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি।

তবে ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতা থাকাই ব্রডিকে সাহায্য করেছে। বেসলাইন এবং নেট দুটোতেই সমান পারদর্শিতা দেখিয়েছেন। তিন ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে রুডকেও ক্লান্ত লেগেছে।

রুডকে হারিয়ে লিয়াম ব্রডি বলেন, গতকাল রাতে শোয়ার সময় আমার মনে বিশ্বাস ছিল যে ম্যাচটা জিততে পারি। আজ সত্যিই জেতার পর কথা বলার ভাষা নেই। অসম্ভব ভালো লাগছে। উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা আমার কাছে পাঁচ বছর থেকে স্বপ্ন ছিল।

অন্যদিকে, সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ ৬-৭, ৬-৩, ৬-৪, ৭-৫ হারালেন আসলান কারাতসেভকে। গ্র্যান্ড স্ল্যামে ৫০তম ম্যাচ জিতলেন তিনি। প্রথম সেটে হারলেও দু’ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারাতে অসুবিধা হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে দু’বার ব্রেক পেয়েছেন তিনি। শেষের দিকে সার্ভ নিয়ে সমস্যায় পড়লেও জিততে অসুবিধা হয়নি।

এছাড়া এবারের উইম্বলডনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন জার্মানির জেরেভ। নেদারল্যান্ডসের গিস ব্রুয়ারকে ৬-৪, ৭-৬, ৭-৬ হারালেন তিনি। শেষ দু’টি সেট টাইব্রেকে গিয়েছে। সাত বার উইম্বলডন খেলে ছ’বার দ্বিতীয় রাউন্ডে উঠলেন জেরেভ। এর আগে ২০১৭ এবং ২০২১-এ চতুর্থ রাউন্ড পর্যন্ত উঠেছিলেন তিনি। পরের ম্যাচে ইয়োশুকে ওয়াতানুকির বিরুদ্ধে খেলবেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর