পায়রায় আরো ৩৭ হাজার টন কয়লা এলো

আপডেট: July 11, 2023 |
inbound294827796246709704
print news

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে নোঙ্গর করেছে এমভি সাগরকান্তা নামে একটি বিদেশি জাহাজ। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এসেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ জাহাজটি বন্দরের ইনারে আনা হয়েছে। বর্তমানে ওই জাহাজে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম।

এর আগে সোমবার (১০ জুলাই) বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি ছেড়ে আসে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে এ জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। এখানে কয়লার পর কিছুটা কমিয়ে আগামীকাল বুধবার (১২ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে সরাসরি মাদার ভ্যাসেল থেকে বাকি কয়লা খালাস করা হবে। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট পাঁচটি জাহাজে প্রায় এক লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা আসে।

প্রসঙ্গত, গত ৫ জুন কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করে। এরপরে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা পায়রা বন্দরে ভিড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। এছাড়া গত বৃহস্পতিবার (৬ জুলাই) ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের তৃতীয় জাহাজ পায়রায় পৌঁছেছিল। গত রোববার (৯ জুলাই) ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে আসে মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম সামিট’।

Share Now

এই বিভাগের আরও খবর