আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আপডেট: July 29, 2023 |
inbound55672238021925319
print news

পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণের কারণে আজ শনিবার রাজধানীর বেশ কিছু এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণের কারণে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ (দুই) ঘণ্টা বাটা সিগন্যাল হতে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এবং গাউছিয়া হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ওই সময়ে উপরে উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর