গাজীপুরে ড্রাম ট্রাক চাপায় সাংবাদিকের মৃত্যু


মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাক চাপায় মুঞ্জুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া দশটার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।
নিহত মিলন দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে ভাকোয়াদি- কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি নিহত হোন। এ ঘটনায় ড্রাম ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।