দিল্লিতে বিজেপি সভাপতি ও সম্পাদকের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের বৈঠক

আপডেট: August 7, 2023 |
inbound418207143341494695
print news

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে গিয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। সেখানে পৌঁছে ইতোমধ্যে বিজেপির প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছে আওয়ামী লীগের প্রতিধিদলটি।

সোমবার এ বৈঠক হয় বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত আজ জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন।

এরপর বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে আলোচনায় মিলিত হন। দুটি বৈঠকেই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়, আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর