বাংলাদেশে শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় ভারত

আপডেট: August 12, 2023 |
inbound4610687345096311913
print news

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত তার অবস্থান আবারও পরিষ্কার করল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশে নির্ধারিত সময়ে ভোট হোক এটা আমরা প্রত্যাশা করি এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চাই।

শুক্রবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে দ্য হিন্দু পত্রিকার একজন সাংবাদিক বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দল বিএনপির লাগাতার আন্দোলন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে একাধিক প্রশ্ন করেন।

এর জবাবে অরিন্দম বাগচি বলেন, কয়েক দিন আগেই এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন।

সেই মনোভাব এখনো অপরিবর্তিত।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কি না, সে বিষয়টি সে দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সংগত নয়।

অরিন্দম বাগচি আরও বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তিনি চানও না।

ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।

Share Now

এই বিভাগের আরও খবর