১৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে চলছে কাঙ্গালি ভোজের প্রস্ততি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শাহবাগ মোড়ে সহস্রাতাধিক দুঃস্থদের কাঙ্গালি ভোজ খাওয়ানোর প্রস্ততি হয়েছে।
একই ভাবে ঢাকাসহ সারাদেশে সকাল থেকে চলবে এ কর্মসূচি।
সোমবার মধ্যরাতে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে কয়েকটি গরু ও খাসি জবাই করে খিচুরী রান্না করার প্রস্তুতি নিচ্ছেন।
দেলোয়ার হোসেন বলেন, “১৫ আগস্ট সকাল ১১ টা থেকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে কয়েক হাজার গরীব দুঃস্থ্যদের কাঙ্গালি ভোজ খাওয়ানো হবে।”আজকে আমরা কয়েকটি গরু ও খাসি জবাই করেছি। আশা করি কয়েক হাজার গরির দুস্তদের মাঝে কাঙ্গালিভোজ বিতরণ করতে পারবো।”
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলা মহানগর সবাই এই কর্মসূচি পালন করবে।