ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আপডেট: August 18, 2023 |
inbound2756185339183306497
print news

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিস্থিতির খুব বেশি পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুনরায় ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর