ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় প্রাণ গেলো শিশু বুশরার

আপডেট: August 18, 2023 |
inbound607068998356310512
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে ইজিবাইক চাপায় বুশরা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশু মারা গেছেন।

আজ শুক্রবার (১৮ই আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার ইন্দুরকানী – কলারন সড়কের বালিপাড়া বাজার সংলগ্ন জলিল মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুশরা গোলাম রাব্বি খানের মেয়ে এবং বালিপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলের নাতনি।

স্থানীয় বালিপাড়া গ্রামের চৌকিদার মো: শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিশু বুশরাসহ আরো দুই শিশু মিলে তিনজনে বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল।

এসময় বটতলা থেকে বালিপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ইজিবাইক ধাক্কা দিলে সড়কের উপরে ছিটকে পড়ে যায় শিশু বুশরা ।

এসময় ইজিবাইকের চাকা বুশরার শরীরের উপর দিয়ে চলে গেলে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে।

পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরে স্থানীয় জনতা ইজিবাইক চালককে আটক করে স্থানীয় থানা পুলিশের হাতে সোপর্দ করে ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ আল মামুন জানান, আজ শুক্রবার বিকেলে ইজিবাইক চাপায় বালিপাড়া গ্রামে বুশরা

নামে একটি শিশু ইজিবাইক চাপায় মারা যাওয়ার খবর পেয়ে জনতার হাতে আটক ইজিবাইক চালককে আমাদের হেফাজতে নিয়ে আসি ।

তবে এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর