সিংগাইরে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: August 21, 2023 |
inbound4409990724302497786
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট ) বিকেল ৫ টার দিকে
বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দেওয়ান আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তিনবারের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগন্জ- ২ আসনের ( সিংগাইর – হরিরামপুর- সদরের আংশিক) মনোনয়ন প্রত্যাশী দেওয়ান সফিউল আরেফিন টুটুল ।

তিনি বলেন, ১৯৭৪ সালে ঢাকাস্থ কলাবাগান খেলার মাঠ থেকে জাতীর জনকের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের সাথে পরিচয়।

ওই সময় তিনি আমার খেলা দেখে আমাকে আবাহনী ক্লাবে খেলার সুযোগ করে দেন। তারপর থেকেই আমি ওই দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করি।

পরবর্তীতে আমি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতি পাই এবং জাতীয় পুরষ্কার লাভ করি।

টুটুল আরো বলেন, বিগত ১৫ বছরে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে থাকা পদধারী ব্যক্তিরা আর্থিক সুবিধা নিয়ে হাইব্রীড লোকদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।

এতে আসনটির সংগঠনের তৃনমূল পর্যায়ে দুর্বল হয়ে পড়ে। যে কারনে গেলো উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের চরম বিপর্যয় ঘটে।

এসব উত্তরণে আগামী সংসদ নির্বাচনে জনগনকে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সিংগাইর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. লুৎফর রহমান রানা, মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব মোহাম্মদ আলী,বায়রা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো.আফাজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন মেম্বার,বায়রা ইউপি সদস্য সাদেকুর রহমান সাদেক, মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার, বায়রা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান বেলায়েত হোসেন,বায়রা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য কোহিনুর ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন,সাধারন সম্পাদক মিজানুর রহমান ও মাহবুবুর রহমান মিঠু।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. লুৎফর রহমান, সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সায়েস্তা ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রমুখ। সভায় প্রায় ৩ সহস্রাধিক লোক অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর