চাখারে যুবদলের কমিটি নিয়ে অসন্তোষ, আহ্বায়ক মিজানকে মারধর

আপডেট: August 24, 2023 |
print news

শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া চাখার ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশিত হলে উক্ত কমিটিতে বানারীপাড়া থানা যুবদল কমিটির সদস্য ও যুগ্ম আহবায়ক কে চাখার ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং নবগঠিত আহ্বায়ককে পদবঞ্চিত নেতা কর্মীদের বিক্ষোভে পরে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২৪ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যার পরে নবগঠিত কমিটির আহবায়ক মিজানকে চাখার বাজারে পেয়ে পদবঞ্চিত যুবদল নেতা শাহিন শিকদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীরা মিজানকে প্রশ্ন করে কত টাকার বিনিময়ে আপনাকে আহবায়ক হয়েছো এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে উত্তেজিত নেতাকর্মীরা মিজানকে মারধর করে চাখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী সরদারের হস্তক্ষেপে উত্তেজিত নেতা কর্মিদের শান্ত করায় হয় পরবর্তীতে বানারীপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানা গেছে বানারীপাড়া উপজেলা যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা কর্মিরা বলেন, বিভিন্ন সময় মামলা হামালার শিকার হয়েও আমরা পদ পাইনা আর যারা বর্তমানে উপজেলা যু্বদলের পোষ্টে আছে তাদেরকে নিয়ে পকেট কমিটি করা হয়েছে এই কমিটির ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাখারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যেকোন সময় অপ্রিয়কর ঘটনা ঘটতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর