বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ সমাবেশ


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শুরু হয়ে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফেরিঘাটে এসে শেষ হয়।
মিছিল শেষে পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর,সাধারণ সম্পাদক শাহিন গাজী প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, বাংলাদেশের জনগণের ভোটে আস্থা না রেখে বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি জায়ামাত জোট। বিএনপি জামায়াত দেশ এবং বিদেশী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।
তারা ক্ষমতায় আসলে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করবে দেশে কোন উন্নয়ন হবেনা। সুতরাং আপনাদের চোখ কান খোলা রেখে নির্বাচন পর্যন্ত মাঠে সক্রিয় অবস্থানে থাকতে হবে।
বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ একেএমএ আউয়ালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান ।