ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট: October 23, 2023 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারত – বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। ২৩ অক্টোবর (সোমবার) মধ্যরাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান ওই উপজেলার হরিনমারি এলাকার দক্ষিণ মধ্যপাড়ার তসলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসি ও বিজিবি সুত্রে জানা গেছে, গেল রাতে ঠাকুরগাঁও জেলার ৫০ বিজিবির আওতাধীন উপজেলার রত্নাই সীমান্তের ৩৮২ নং পিলার সংগলগ্ন এলাকা দিয়ে কয়েকজন মিলে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে চাইলে ভারতের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এসময় বাকিরা পালিয়ে গেলেও গুরুতর আহত হয় নুরুজ্জামান। পরে সীমান্ত এলাকায় মারা যায় সে।

এ ঘটনার পর ৫০ বিজিবির পক্ষ থেকে জড়ালো প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানান।

বিষয়টি নিশ্চিত করে ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ বলেন, বর্তমানে উভয় পক্ষে পতাকা বৈঠক চলছে। পরবর্তিতে করণীয় জানানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর