দেশে ফেরত আনা হচ্ছে দুই রাষ্ট্রদূতকে

আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লেবানন ও ইরানে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে গত এপ্রিলে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

এর মধ্যে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে নৈতিক স্খলনের অভিযোগে এবং আবদুল মোতালেব সরকারকে আর্থিক অনিয়মের অভিযোগে ফিরিয়ে আনা হচ্ছে।

আবদুল মোতালেব সরকার রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, গত এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে।