কিভাবে আইফোনে ভাইব্রেশন ফিচার চালু করবেন!

আপডেট: July 8, 2024 |
inbound4761992773137225253
print news

অ্যাপলের আইফোনে এমন কিছু ফিচার রয়েছে যা ব্যবহারকারীরা নিজেও জানে না। এ ডিভাইসে সাইলেন্ট মোডে থাকলেও ভাইব্রেশনের মাধ্যমে নোটিফিকেশন সম্পর্কে জানা যায়। এসব পদ্ধতির মধ্যে, ভাইব্রেশন ফিচারটি আলাদা। এর বাংলা অর্থ ‘কম্পন’, আর এ ফিচার চালু করলে একটি ফোন শব্দের পাশাপাশি কম্পনের মাধ্যমেও নতুন নোটিফিকেশন সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করে।

আইফোনের ভাইব্রেশন ফিচারটি ‘হ্যাপটিকস’ বলা হয়, আর এটি কাজে আসতে পারে বিভিন্ন উপায়ে। উদাহরণ হিসেবে, গুরুত্বপূর্ণ কোনো মিটিং যেখানে নিরবতা কাম্য, সে সময় ভাইব্রেশনের সাহায্যে ফোনের নোটিফিকেশন সম্পর্কে জানা যেতে পারে।

চলুন জেনে নেয়া যাক কীভাবে একটি আইফোনে সহজেই হ্যাপটিকস ফিচার ব্যবহার করবেন। আইফোনের সেটিংস অ্যাপের মাধ্যমে খুব সহজেই হ্যাপটিকস ফিচারটি চালু ও বন্ধ করে নেয়া যাবে।

১. প্রথমে ডিভাইসের সেটিংস অ্যাপটি চালু করুন। ২. সেখান থেকে ‘সাউন্ডস অ্যান্ড হ্যাপটিকস’ অপশনটি বেছে নিন। ৩. ‘হ্যাপটিকস’ অপশনে চাপ দিন। ৪. রিংটোন, নোটিফিকেশন ও সতর্কতার সময় কী ধরনের হ্যাপটিকস সেটি বেছে নিন। ‘অলওয়েজ প্লে’, ‘প্লে ইন সাইলেন্ট মোড’, ‘ডোন্ট প্লে ইন সাইলেন্ট মোড’, ও ‘নেভার প্লে’, এ অপশনগুলো থাকবে। ৫. ওপরের একটি অপশন বেছে নিয়ে ব্যাক বোতামে চাপ দিন ও ‘সাউন্ডস অ্যান্ড হ্যাপটিকস’ পৃষ্ঠায় ফিরে যান। এখানে হ্যাপটিকস ফিচারটি আরও কাস্টমাইজ করা যাবে। ৬. ‘রিংটোন’ অথবা ‘টেক্সট টোন’ অপশনে চাপ দিন। ৭. রিংটোনে চাপ দিয়ে পরের পৃষ্ঠায় ‘হ্যাপটিকস’ অপশন বেছে নিন। এখানে কী ধরনের ভাইব্রেশন অনুভব করছেন সেটি পরখ করে বেছে নিতে পারবেন। ৮. একইভাবে টেক্সট টোন অপশনে গিয়ে, ‘হ্যাপটিকস’ অপশপন বেছে নিলে সেখানেও ভাইব্রেশন নিজে পরখ করে পছন্দ অনুসারে বেছে নিতে পারবেন।

Share Now

এই বিভাগের আরও খবর