দারিদ্র ও বেকারত্ব মুক্ত, শিক্ষা বান্ধব আক্কেলপুর গড়তে চাই: হুইপ স্বপন

আপডেট: January 3, 2024 |
inbound3484943863432329164
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘আক্কেলপুরের মেজর সমস্যাগুলো সমাধান করেছি।

এখন আগামীতে এলাকায় শিক্ষার মান বাড়ানো, বেকারত্ব দূরীকরণ, দারিদ্রবিমোচন, বিনোদনসহ মানুষের কল্যাণের জন্য আগামী পাঁচ বছরের মধ্যেই কাজ করব ।’

তিনি বলেন, ‘আমার আরও একটি স্বপ্ন ২০২৭ সালের মধ্যে একটি দারিদ্রবিমোচন, বেকারত্ব মুক্ত, শান্তিময়, শিক্ষাবান্ধব জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল- আক্কেলপুর)কে গড়ে তুলতে চাই।

এই আসনে বিগত দিনে অনেকেই এমপি ছিলেন। তারা যে পরিমাণ উন্নয়ন করেছেন, তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে।

উন্নয়নে বিপ্লবিক পরিবর্তন হয়েছে নৌকার জন্যই। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশ এগিয়ে গেছে। বিগত কোনো সরকারের আমলেই এমন উন্নয়ন হয়নি।

আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা সবই দৃশ্যমান। এ ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) আক্কেলপুর পুরাতন বাজার এলাকায় সন্ধ্যা ৭টায় নির্বাচনী প্রচারকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতা এনেছে, নৌকা মানে মুক্তিযুদ্ধ, নৌকা মানেই শান্তি, নৌকা মানেই উন্নয়ন। নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। যে পরিবর্তন অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণের দিকে এগিয়ে যাচ্ছে ।’

তিনি এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সেই সাথে আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে একেকটি করে আমাকে দয়া করে নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন।

হুইপ স্বপন আরও বলেন, ‘এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, এর আগে সাংবাদিক সম্মেলন করেও বলেছি, আবারও বলছি, গতকাল আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নে নৌকা প্রতীকের ২টি নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। প্রশাসনকে নিরেপক্ষ তদন্ত ও সজাগ থাকার জন্য আহ্বান জানান ।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, বন ও পরিবেশ সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর