প্রত্যেক মানুষের ভোট দিতে আসা উচিত : শাকিব খান

আপডেট: January 7, 2024 |

মাকে নিয়ে ভোটকেন্দ্রে গেলেন শাকিব খান। আজ রোববার বেলা পৌনে তিনটায় তিনি মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। এ সময় ভোটকেন্দ্রে শাকিবকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাকিবও ভোট দিতে পেরে তাঁর ভালো লাগার কথা ব্যক্ত করেন।

বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। পাবনায় একটানা কয়েক দিন ‘রাজকুমার’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরে পরদিন উড়াল দেন কলকাতায়। দুটো স্টেজ শোতে অংশ নেওয়া শেষে ১ জানুয়ারি রাতে ঢাকায় ফেরেন।

পরদিন দুপুরে পবিত্র ওমরাহ করতে উড়াল দেন সৌদি আরবে। ওমরাহ পালন শেষে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আজ রোববার দুপুরের পর মাকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যান। গুলশানের বাসিন্দা শাকিব খানের ভোটকেন্দ্র গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। তাঁর পরিবারের সবাই ঢাকা-১৭ আসনের ভোটার।

ভোট দানের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব খান। ভোট দেওয়া নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবারও নির্বাচনে আম্মাকে সঙ্গে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালে তাঁর বন্ধুরাসহ ভোট দিতে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এ রকম প্রত্যেক মানুষের ভোট দিতে আসা উচিত।’

Share Now

এই বিভাগের আরও খবর